Don't Miss
Home / হোম স্লাইডার / রিয়ালের বিপক্ষে কত গোল করবেন মেসি
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদ

রিয়ালের বিপক্ষে কত গোল করবেন মেসি

এমএনএ খেলাধুলা ডেস্ক : শেষ ষোলোর প্রথম লেগে মেসির পিএসজির মুখোমুখি হবে করিম বেনজেমার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সমীহ করলেও দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যয় প্যারিসিয়ানদের। অন্যদিকে ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায়।

২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছরের ১০ আগস্ট বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে মহাতারকার প্যারিসে পা রাখার পর থেকে প্রত্যাশার পারদ চূড়ায় থাকলেও তার ছিটেফোটাও পূরণ করতে পারেননি তিনি।

ফর্মহীনতা, ইনজুরি ও সবশেষ করোনার ধা

শেষ ষোলোর প্রথম লেগে মেসির পিএসজির মুখোমুখি হবে করিম বেনজেমার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সমীহ করলেও দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যয় প্যারিসিয়ানদের। অন্যদিকে ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায়।

২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছরের ১০ আগস্ট বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে মহাতারকার প্যারিসে পা রাখার পর থেকে প্রত্যাশার পারদ চূড়ায় থাকলেও তার ছিটেফোটাও পূরণ করতে পারেননি তিনি।

ফর্মহীনতা, ইনজুরি ও সবশেষ করোনার ধাক্কা সবমিলিয়ে নতুন ক্লাবে এসে গেল ছয় মাসে মোটেও স্বস্তিতে ছিলেন না ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ তারকা। প্যারিসে যাওয়ার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন আর্জেন্টাইন এ মহাতারকা। ফরাসি লিগ ওয়ানে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মাত্র দুই গোল করতে পেরেছেন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। পাশাপাশি দুই লিগ মিলিয়ে এসিস্ট রয়েছে সাতটি।

সাধারণ দৃষ্টিতে যে কোনো ফুটবলারের জন্যই এটি বেশ ভালো পরিসংখ্যান। তবে নামটা যখন মেসি, তখন এ পরিসংখ্যান একদমই বেমানান। যদিও মেসি ভক্তরা বলতে পারেন, গেল ছয় মাসে পিএসজির জার্সিতে খেলা সবমিলিয়ে ১৯ ম্যাচে খুব কমই পুরোপুরি খেলতে পেরেছেন। কোনো ম্যাচে দ্বিতীয়ার্ধের পর খেলতে নামা কিংবা প্রথমার্ধের পর উঠিয়ে নেওয়া এসব ছিল সাধারণ চিত্র।

তবে চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিনে মেসির দিকে তাকিয়ে পিএসজি ভক্তরা। কারণ রিয়ালের বিপক্ষে তার রেকর্ডটা যে দারুণ। আজকের ম্যাচে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারলে হয়তো গেল ছয় মাসের ছন্দহীন মেসির কথা ভুলেই যাবে তারা।

বার্সার হয়ে রিয়ালের বিপক্ষে মেসি খেলেছেন ৪৫টি ম্যাচ। যেখানে রিয়ালের বিপক্ষে গোল করেছেন ২৬টি এবং করিয়েছেন ১৪টি। শুধু তাই নয়, রিয়ালের বিপক্ষে দুটি হ্যাটট্রিকও আছে মেসির নামে।

এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি খেলেছেন বার্সেলোনার খেলোয়াড় হিসেবে। আর আজ খেলবেন পিএসজির খেলোয়াড় হয়ে। এর আগে রিয়ালের বিপক্ষে মেসি জয় পেয়েছেন ১৯টি ম্যাচে আর হেরেছেন ১৫ টিতে। আর বার্সা-রিয়ালের ১১টি ম্যাচ অমীমাংসিত রয়ে গেছে যে ম্যাচে মেসি খেলেছেন। তবে আজ ভিন্ন দলের হয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে মেসি। মেসি কি পারবেন রিয়ালের বিপক্ষে তার অসাধারণ পরিসংখ্যান ধরে রাখতে? কত গোল করবেন মেসি?

ক্কা সবমিলিয়ে নতুন ক্লাবে এসে গেল ছয় মাসে মোটেও স্বস্তিতে ছিলেন না ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ তারকা। প্যারিসে যাওয়ার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন আর্জেন্টাইন এ মহাতারকা। ফরাসি লিগ ওয়ানে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মাত্র দুই গোল করতে পেরেছেন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। পাশাপাশি দুই লিগ মিলিয়ে এসিস্ট রয়েছে সাতটি।

সাধারণ দৃষ্টিতে যে কোনো ফুটবলারের জন্যই এটি বেশ ভালো পরিসংখ্যান। তবে নামটা যখন মেসি, তখন এ পরিসংখ্যান একদমই বেমানান। যদিও মেসি ভক্তরা বলতে পারেন, গেল ছয় মাসে পিএসজির জার্সিতে খেলা সবমিলিয়ে ১৯ ম্যাচে খুব কমই পুরোপুরি খেলতে পেরেছেন। কোনো ম্যাচে দ্বিতীয়ার্ধের পর খেলতে নামা কিংবা প্রথমার্ধের পর উঠিয়ে নেওয়া এসব ছিল সাধারণ চিত্র।

তবে চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিনে মেসির দিকে তাকিয়ে পিএসজি ভক্তরা। কারণ রিয়ালের বিপক্ষে তার রেকর্ডটা যে দারুণ। আজকের ম্যাচে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারলে হয়তো গেল ছয় মাসের ছন্দহীন মেসির কথা ভুলেই যাবে তারা।

বার্সার হয়ে রিয়ালের বিপক্ষে মেসি খেলেছেন ৪৫টি ম্যাচ। যেখানে রিয়ালের বিপক্ষে গোল করেছেন ২৬টি এবং করিয়েছেন ১৪টি। শুধু তাই নয়, রিয়ালের বিপক্ষে দুটি হ্যাটট্রিকও আছে মেসির নামে।

এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি খেলেছেন বার্সেলোনার খেলোয়াড় হিসেবে। আর আজ খেলবেন পিএসজির খেলোয়াড় হয়ে। এর আগে রিয়ালের বিপক্ষে মেসি জয় পেয়েছেন ১৯টি ম্যাচে আর হেরেছেন ১৫ টিতে। আর বার্সা-রিয়ালের ১১টি ম্যাচ অমীমাংসিত রয়ে গেছে যে ম্যাচে মেসি খেলেছেন। তবে আজ ভিন্ন দলের হয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে মেসি। মেসি কি পারবেন রিয়ালের বিপক্ষে তার অসাধারণ পরিসংখ্যান ধরে রাখতে? কত গোল করবেন মেসি?

x

Check Also

এমভি আবদুল্লাহ

২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ এক মাস পর মুক্ত

এমএনএ জাতীয় ডেস্কঃ দীর্ঘ একমাস বন্দিদশার পরে অবশেষে মুক্তিপণের অর্থ দিয়ে জলদস্যুদের হাত থেকে ছাড়া ...