Don't Miss
Home / হোম স্লাইডার / রোনালদোকে টপকে নতুন রেকর্ড গড়ল মেসি
মেসি

রোনালদোকে টপকে নতুন রেকর্ড গড়ল মেসি

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অপরদিকে মেসি যুক্তরাষ্ট্রে। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এদিকে নতুন চ্যালেঞ্জ নিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো।

ফুটবলের প্রাণকেন্দ্র ইউরোপ ছেড়ে যাওয়ার পরও লাইমলাইট হারাননি তারা। আজ লিগস কাপের নক আউট পর্বের ম্যাচেও মিয়ামির জার্সিতে জোড়া গোলের সঙ্গে দলকে ৩-১ গোলে জিতিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছেন মেসি। সেই সঙ্গে পর্তুগিজ তারকা রোনালদোকে ছাপিয়ে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা লা পুলগা।

লিগস কাপে বৃহস্পতিবার রাউন্ড অব ৩২ ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। পরে ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পান তিনি। আগের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। এতে সাবেক রিয়াল তারকা রোনালদোকে পিছনে ফেলে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার জোড়া গোল করা ফুটবলার এখন লিওনেল মেসি।

মেসির বর্তমান জোড়া গোলের সংখ্যা ২১২টি, এর আগে ২১১টি জোড়া গোল করে সবার ওপরে ছিলেন রোনালদো। অপরদিকে হ্যাটট্রিকের সংখ্যায় অবশ্য এগিয়ে রোনালদো। ৬২ ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসি হ্যাটট্রিক পেয়েছেন ৫৭ ম্যাচে।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...