Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতি / শেয়ার বিষয়ক গুজবে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা
গুজব ছড়ালে

শেয়ার বিষয়ক গুজবে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা

এমএনএ অর্থনীতি ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস, দামের ভবিষ্যদ্বাণী ও গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পেজ বা গ্রুপে কমিশন ও স্টক এক্সচেঞ্জের লোগো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম, লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার করা যাবে না। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে কমিশন।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...