Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ৮৬ বছর পর আয়া সোফিয়া মসজিদে ফিরলো জুম্মার নামাজ
আয়া সোফিয়া

৮৬ বছর পর আয়া সোফিয়া মসজিদে ফিরলো জুম্মার নামাজ

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়েছে এবং ৮৬ বছর পর সেখানে প্রথমবারের মতো জুম্মার নামাজ আদায় করা হয়েছে।

দেড় হাজার বছরের পুরনো আয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, তারও পর একে জাদুঘরে রূপান্তরিত করা হয়। পরে গত ১০ই জুলাই এক তুর্কী আদালত সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি বলে রায় দেয় এবং এর পরেই তুরস্কের ইসলামপন্থী সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে। খবর বিবিসির

শুক্রবার প্রথম জুম্মার নামাজের আগে শত শত মানুষ সেখানে জড়ো হন। তবে বিশ্বের নানা দেশ থেকে এই ভবনটিকে মসজিদে রূপান্তরের সরকারি সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।

তুরস্কের ধর্মমন্ত্রী বলছেন, আয়া সোফিয়া মসজিদের ভেতরে এক হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। কিন্তু এর আগেই হাজার হাজার মানুষ মসজিদটির আশেপাশে জুম্মার নামাজ আদায়ের জন্য বসে পড়েন।

প্রথম দিনের জামাতে মসজিদের ভেতরে মুসল্লিদের সঙ্গে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান।

x

Check Also

সালমান খান

সালমানের বাড়ির সামনে গুলির দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে রবিবার ভোর ৫টা নাগাদ চার রাউন্ড ...