Don't Miss
Home / রূপচর্চা / ত্বক ও  চুলে যত্নে যা করবেন

ত্বক ও  চুলে যত্নে যা করবেন

ত্বক ও  চুলে যত্নে যা করবেন

ফারহানা রুমকি
ত্বক ও চুলের সৌন্দর্য্যই মানুষের দৈহিক সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলে। ত্বকের যতœ নিন মন ভালো থাকবে। মানুষ যে সৌন্দর্য্য পিপাসু তা আমরা সকলেই জানি। আপনি নিযেকে যত বেশি স্মার্ট করতে পারবেন দেখবেন আপনার মূল্যায়ন সর্বত্র। তাই ত্বক ও চুল এ দুটোর প্রাকৃতিক উপায়ে যতœ নেয়া আজ থেকেই শুরু করুন।

১.লেবুর রস, হলুদ গুরো আর চালের আটা এক সাথে পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক উজ্জ্বল হবে।
২. ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে টমেটো। টমেটোর রস লাগান ত্বকে। আধাঘণ্টা পর ধুয়ে ফেলুন । আবার বিভিন্ন ফেসপ্যাকে ব্যবহার করা যায় টমেটোর রস।
কমলার রসের সঙ্গে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্যাকে।
৩. আমলকির রস, লেবুর রস ও মেথি গুরো করে নারিকেল তেলের সাথে মিশিয়ে সপ্তাহে দু বার ব্যবহার করলে খুসকি দুর হবে আর চুল সিল্কী হয়ে উঠবে।

৪. দই ও ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগান। আধাঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুল বাড়বে দ্রুত। দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বক উজ্জ্বল হবে।