Don't Miss
Home / জাতীয় / রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
জেনারেল ওয়াকার-উজ-জামান

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এমএনএ জাতীয় ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি তার সাম্প্রতিক চীন সফর ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২১ আগস্ট থেকে চীনে সরকারি সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন সেনাপ্রধান। এই সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুই-সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সাক্ষাতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও আলোচনা করা হয়।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। সফরের সময় তিনি পিএলএ-এর সামরিক একাডেমি ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

x

Check Also

গ্রেটা থুনবার্গ

আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: গ্রেটা থুনবার্গ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ...