এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমেদ গতকাল রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, “খেলাফত মজলিস সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা নিরসনে ইসলামের ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য।”
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রাকীবুল ইসলামসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও কর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণ ব্যাপক আগ্রহের সঙ্গে অংশ নেন। সাধারণ ভোটারদের অনেকেই মাওলানা ফয়সালের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান এবং তার পক্ষে সমর্থনের অঙ্গীকার করেন।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানান, ঢাকা-৮ আসনে ব্যাপক গণসমর্থন গড়ে উঠেছে। জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তারা বিশ্বাস করেন, ইসলামপন্থী এই দলের নেতৃত্ব জনগণের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
গণসংযোগ শেষে মাওলানা ফয়সাল আহমেদ স্থানীয় মসজিদে মাগরিব নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া করেন।