এশিয়া একাদশের ক্রিকেটারদের নাম ঘোষণা
Posted by: News Desk
February 25, 2020
এমএনএ স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উলপক্ষে ১৮ ও ২০ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার প্রীতি ম্যাচকে সামনে রেখে অচিরেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দলে জায়গা হচ্ছে না কোনো পাকিস্তানি ক্রিকেটারের।
এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের খেলা চলা অবস্থা পাকিস্তানে চলবে পিএসএল। পাকিস্তান সুপার লিগে বাবর আজম ও মোহাম্মদ আমিররা ব্যস্ত থাকায় বাংলাদেশের প্রীতি ম্যাচে আসতে পারবেন না কোনো পাকিস্তানি।
এশিয়া একাদশের সম্ভাব্য দল নিয়ে ক্রিকেট পাকিস্তান ডটকমকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আমরা এশিয়ার সেরা ক্রিকেটারদেরই দলে রাখার চেষ্টা করছি। বিরাট কোহলিসহ ভারতীয় পাঁচজন, তামিম-মুশফিকসহ বাংলাদেশের চারজন, শ্রীলংকা ও আফগানিস্তানের দুইজন আর নেপালের একজন ক্রিকেটার অংশ নেবেন।
এশিয়া একাদশে যারা থাকছেন-
ভারত : বিরাট কোহলি, লোকেশ রাহুল, শেখর ধাওয়ান, রিশব প্যান্ট, মোহাম্মদ সামি ও কুলদীপ যাদব।
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা : থিসেরা পেরেরা ও লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তান : রশিদ খান ও মুজিব-উর-রহমান।
নেপাল : সন্দীপ লামচিন।
ঘোষণা এশিয়া নাম ক্রিকেটারদের একাদশের 2020-02-25