এমএনএ রিপোর্ট : দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি। সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হয়েছিল।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এম এমএনএকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডা. মঈন উদ্দিনকে ঢাকায় দাফন করা হবে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, গত ৫ এপ্রিল বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ডা. মঈন উদ্দিন করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ হওয়ার পর তাকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ এপ্রিল শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন।
সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা ডা. মঈন উদ্দিন সিলেটে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় তিনিই শনাক্ত হওয়া একমাত্র আক্রান্ত রোগী ছিলেন।