Don't Miss
Home / হোম স্লাইডার / কিমের বোন কিম ইও জং -এর তীব্র প্রতিক্রিয়া
কিম ইও জং

কিমের বোন কিম ইও জং -এর তীব্র প্রতিক্রিয়া

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সিউলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধ পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইও জং আজ শনিবার কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে।

তিনি বলেন, শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে। এ সম্পর্কে উত্তর কোরিয়ার নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে। এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...