এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই উপদেষ্টা বলেন, “সাময়িকভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনওভাবে বিপাকে না পড়ে, সেদিকে নজর রাখবো।”
রোববার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলেও অভিমত প্রকাশ করেন তিনি। বলেছেন, “মূল্যায়ন পদ্ধতির দিক থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষক দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।”
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের অস্বস্তিতে পড়তে দেবো না। আমি বলছি না, শিক্ষাক্রম এখনই বাতিল করে দেবো, বরং সেটা পরিমার্জন করা হবে।”
এই উপদেষ্টা বলেন, “আমরা যদি নতুন শিক্ষাক্রম পরিবর্তন করি এবং পুরনো শিক্ষাক্রমে ফিরে যাই, তবে নতুন শিক্ষাক্রমের সঙ্গে সংযোগ রাখবো। পুরো কাজটা পর্যায়ক্রমে করা হবে।”
সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান এই অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।