এমএনএ খেলাধুলা ডেস্কঃ প্রতিভাবান ডানহাতি ফাস্ট বোলার নাদিম ইকবালকে যৌন কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক নারী ক্রিকেটারকে হেনস্থার অভিযোগ উঠেছে খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিংয়ে নাম লেখানো নাদিমের বিরুদ্ধে। কাজ করতেন সাউদার্ন পাঞ্জাব অঞ্চলে কোচ হিসেবে। সেখান থেকে নাদিমকে ইতোমধ্যে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইএসপিএনক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে নাদিমের বিরুদ্ধে অভিযোগ নজরে আসে পিসিবির। অভিযোগটি যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত, যা নিয়ে পুলিশও তদন্ত করছে।
যে নারী ক্রিকেটার নাদিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়, তার দাবি- কয়েক বছর আগে মুলতানে পিসিবির অধীনে নারী ক্রিকেটার বাছাইয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি যৌন হয়রানির শিকার হন।
অভিযোগকারী ঐ নারী বলেছেন, ‘দলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উনি আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। বোর্ডে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিনের পর দিন কয়েক জন বন্ধুকে নিয়ে উনি আমায় যৌন হেনস্থা করেছেন। সেই ঘটনা ভিডিও রেকর্ড করে রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন।’
৮০টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ২৫৮ উইকেট ও ৪৯ লিস্ট ‘এ’ ম্যাচে ৬৫ উইকেট পান নাদিম।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে মুলতান ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে একসাথে ৫ নারী যৌন হয়রানির অভিযোগ করেন।