Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / পাকিস্তানে টিকা গ্রহণে কঠোর অবস্থান, না নিলে বেতন বন্ধ
করোনা

পাকিস্তানে টিকা গ্রহণে কঠোর অবস্থান, না নিলে বেতন বন্ধ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ করোনার সংক্রমণ মোকাবেলায় টিকা গ্রহণে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তেমনিভাবে সম্প্রতি করোনা টিকার ব্যাপারে কঠোর অবস্থানে গেল পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র এক প্রতিবেদনে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা না নিলে জুলাই মাস থেকে বেতন বন্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেয়ার জন্য জুন মাস পর্যন্ত সময় দেন। এ সময়ের মধ্যে কেউ টিকা নিতে ব্যর্থ হলে তাদের বেতন বন্ধ রাখার নির্দেশনা দেন তিনি।

মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, আমরা কঠিন সময় পার করছি। কিছু কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি কোভিড-১৯ নিয়ে গঠিত প্রাদেশিক টাস্কফোর্সের এক বৈঠকে করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও টিকাদান কর্মসূচিতে তিনি প্রদেশজুড়ে ৩০০ মৌলিক স্বাস্থ্য ইউনিটকে নির্দেশনা দেন।

x

Check Also

সিপিডি

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাজেটে ৩ শুভঙ্করের ফাঁকি: দেবপ্রিয় ভট্টাচার্য

এমএনএ অর্থনীতি ডেস্কঃ আগামী অর্থবছরের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ...

Scroll Up