Don't Miss
Home / দিবস / বৈশ্বিক দিবস / বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ

এমএনএ রিপোর্ট : আজ রবিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৯। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হবে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর ১৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি : উদ্ভাবনের চালিকা শক্তি’। এদিকে দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠান বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, বাকেশী, বাংলাদেশ ডাক অধিদপ্তর, মোবাইল অপারেটরসহ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকায় ১৮ ও ১৯ মে, দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলানগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ও টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকিট অবমুক্ত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে টেলিযোগাযোগ ও আইসিটি পেশাদার, অপারেটর ও বিশ্ববিদ্যালয়ের আইটি শিক্ষকদের অংশগ্রহণে চারটি বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘কানেকটিভিটি এন্ড ইন্টারনেট’ বিষয়ে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহেদ আহমেদ, ‘ইনোভেশন ইন আইসিটি এন্ড টেলিকম’ বিষয়ে গ্রামীণফোন রেগুলেটরি এফেয়ার্সের ডিরেক্টর হোসেন সাদাত, ‘কনটেন্ট এন্ড এপ্লিকেশন’ বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং ‘টেলিকমিউনিকেশন ড্রাইভার ফর ডেভেলপমেন্ট’ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকনুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। উপস্থাপিত নিবন্ধের উপর বিস্তারিত আলোচনা করবেন এমটবের সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবির।

দিবসটির প্রতিপাদ্যের সঙ্গে সমন্বয় রেখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মহাখালী উত্তরা হয়ে বিআইসিসি পর্যন্ত বর্ণাঢ্য রোডশো’ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। দিবসের তাৎপর্য তুলে ধরে বেতার-টেলিভিশনে টকশো, প্রামাণ্য অনুষ্ঠানসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও কয়েকটি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতা ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহে প্রতিপাদ্য বিষয়ের ওপর ব্যানার ও ফেস্টুন প্রদর্শন এবং লিফলেট বিতরণসহ ‘এসএমএস’-এর মাধ্যমে জনগণকে দিবসটি সম্পর্কে অবহিত করা হবে।

দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা ও সচেতন করে তোলা। যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।

১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে ২০০৬ সালের নবেম্বরে আইটিইউ সম্মেলনে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামায়াত-শিবিরের জঙ্গিরা থাবা বসিয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক তাণ্ডবকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে আওয়ামী ...