Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ভারতের সঙ্গে পাকিস্তানের ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি
পাকিস্তান

ভারতের সঙ্গে পাকিস্তানের ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বুধবার (১৪ মে) উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে।

পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন।

ইসহাক দার বলেন, “ডিজিএমওদের প্রথম কথোপকথনের সময়, যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।”

তিনি বলেন, গত ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানান, নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তার কথায়, “১০ মে সকাল সোয়া ১০টার দিকে, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই, যিনি আমাকে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। তখন আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল।”

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...