এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ফরিদপুরের মধুখালী পৌর সদরে অবস্থিত সরকারী আইনউদ্দিন কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়ার অর্থায়নে ও সরকারী আইনউদ্দিন কলেজের বাস্তবায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত সরকারী আইনউদ্দিন কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া।
সাদিয়া আক্তার মীম ও তৃষা সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত হওয়ায় তাদের প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা অর্থিক অনুদান ও সংবর্ধনা দেয়া হয়।