Don't Miss
Home / হোম স্লাইডার / মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মধুখালী

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ফরিদপুরের মধুখালী পৌর সদরে অবস্থিত সরকারী আইনউদ্দিন কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়ার অর্থায়নে ও সরকারী আইনউদ্দিন কলেজের বাস্তবায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত সরকারী আইনউদ্দিন কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া।

সাদিয়া আক্তার মীম ও তৃষা সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত হওয়ায় তাদের প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা অর্থিক অনুদান ও সংবর্ধনা দেয়া হয়।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...