সাংবাদিকতাবিষয়ক অনলাইন কোর্স চালু
Posted by: News Desk
February 19, 2020
এমএনএ রিপোর্ট : সাংবাদিকতায় নীতি-নৈতিকতার প্রয়োগ, গণমাধ্যম আইন ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে চলতি ১৫ ফেব্রুয়ারি অনলাইন কোর্স চালু করেছে মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিক্যাল নাইনটিন।
জার্মানভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমির সঙ্গে যৌথভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কোর্সটি শুরু হয়েছে। বাংলা ভাষায় প্রণীত ১০ সপ্তাহের অনলাইন কোর্সটিকে ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, গণমাধ্যম আইন ও গণমাধ্যম নৈতিকতা এই তিন ভাগে ভাগ করা হয়েছে।
যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহীসহ যে কোনো সাধারণ মানুষ বিনামূল্যে এই কোর্সে অংশ নিতে পারবেন।
এই কোর্সের মাধ্যমে সর্বশেষ গণমাধ্যম আইন, নীতি-নৈতিকতার প্রয়োগ এবং ডিজিটাল অধিকার ও নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা যাবে।
সফলভাবে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ডিডব্লিউ একাডেমি ও আর্টিক্যাল নাইনটিনের স্বীকৃত প্রশংসাপত্র দেয়া হবে। কেবল ইন্টারনেট সংযোগ থাকলে কম্পিউটার অথবা স্মার্টফোনে যে কেউ কোর্সটি বিনামূল্যে করতে পারবেন।
এজন্য https://banglatutorial-media.org/ এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।
আর্টিক্যাল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, এই অনলাইন কোর্স করে বিদ্বেষমূলক বক্তব্য, ফেক বা ভুয়া তথ্য, প্রাইভেসি, ডাটা প্রটেকশন ইত্যাদি বিষয়ে গণমাধ্যম কর্মীরা সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবেন।
এই কোর্সের প্রশিক্ষণার্থীরা জবাবদিহিতা, সুশাসন, কর্মপরিবেশ, সাংবাদিকতার নীতি বা নিয়ম, সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতার নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায্যতা, প্রযুক্তিগত এবং ডিজিটাল অধিকার এবং সুরক্ষা বিষয়ে জানতে পারবেন।
অনলাইন চালু কোর্স সাংবাদিকতাবিষয়ক 2020-02-19