আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
February 19, 2020
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
শুভ গ্রহগুলির একসঙ্গে অবস্থান আপনার রাশিচক্রে শক্তিশালী স্তম্ভ হিসেবে থাকবে। রাশিচক্রে শুভ ভাব থাকায় রোজগারের সমস্যা হবে না। তবে পরিকল্পিতভাবে কেউ আপনাকে অপমান করতে পারে। প্রেমযোগ শুভ। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯, শুভ রং নীল। আজকের দিনে সবকিছু ভালোর জন্য একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ছোট ভাই বোনের কোনো কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে। আজ সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। মুদ্রণ ব্যবসায়ী ও বিকাশ এজেন্টদের ক্ষতির আশঙ্কা রয়েছে। আউট সোর্সিং এর কাজে আশানুরুপ লাভের যোগ নইে। অনলাইনে বিক্রয়ে আশানুরুপ লাভ হবে। সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম কোন পথ অবলম্বন করার জন্য নিজের নীতিবোধ ও মূল্যবোধকে বিসর্জন দেবেননা। ভিত শক্ত রাখুন। তাতে আপনার আখেরে লাভই হবে।পুরোন সমস্ত বিষয় আজ একবার ঝাঁকিয়ে নিতে পারেন। আপনার খারাপ ব্যবহারে আপনারই ইগোতে ঠেস লাগতে পারে। নিজেকে সংযত করুন, বিশেষত যখন নিজেকে অন্যের সামনে তুলে ধরবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ২১।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বকেয়া অর্থ আদায় করতে পারেন। খুচরা ও পাইকারী লৌহ ও যন্ত্রপাতির বিক্রেতাদের ভালো আয়ের সুযোগ আসবে। কৃষি যন্ত্রপাতি নিয়ে কৃষকরা কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় বাধা বিপত্তি দেখা দেবে। কুটুম্ব বিরোধে জড়িয়ে পড়তে পারেন। আপনার একটি সুন্দর স্বভাব আছে। সেটিকে কখনও হারাতে দেবেননা। নিজের স্বত্বাকে সময় দিন। তবেই আপনি নিজেকে সঞ্চারিত করতে পারবেন এবং বিশ্বের সামনে নিজেকে তুলে ধরতে পারবেন। অপ্রত্যাশিত মানুষের সমাগম হবে আজ আপনার জীবনে। প্রাক্তন প্রেমিকও আজ আপনার জীবনে আকস্মিকভাবে ফিরে আসতে পারে। পুরানো কোন বিষয় ফিরে আসতে পারে আপনার বর্তমান জীবনে, যা মূল্যবান কোন পাঠ দিতে পারেআপনাকে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৬।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ সাফল্য পাবেন না। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। কোনো অংশীদারের প্রতারণায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা যায়। ব্যবসায়ীক যোগাযোগে অনভিপ্রেত বাধা বিপত্তি দেখা দেবে। আত্মীয়র সাহায্য চাইতে গিয়ে বিপদে পড়তে পারেন। আপনার স্নায়বিক উত্তেজনা আজ বেশি থাকবে, তার জন্য অবশ্য নতুন কিছু উপার্জন করা সম্ভবপর হবে। এক জায়গা থেকে অপর এক যায়গায় আজ আপনি ঘুরে বেড়াতে পারেন। কিছু ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের সম্ভাবনাও রয়েছে আজ। সোনার খনি থেকে মনি-মুক্ত খোঁজার মতো আপনি এমন কিছু খোঁজার চেষ্টা করবেন যা খুব একটা সহজ নয়। সারাদিন অত্যধিক এনার্জি দিনের শেষে আপনাকে ক্লান্ত করে তুলবে। আশাহত হবেন না। আপনার অধ্যবসায়ই আপনাকে স্বীকৃতি দেবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৯।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক বাণিজ্যে কিছু শুল্ক সংক্রান্ত বাধা বিপত্তি দেখা দেবে। প্রবাসীরা আজ আইনগত জটিলতা থেকে সতর্ক থাকবেন। কারো গোপন শত্রুতার কারনে জেল জরিমানা হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। আপনার জন্য আজ অতি আবশ্যক একটি টিপস রয়েছে, অন্যের ব্যাপারে কিছু বলার আগে দুবার ভেবে নেবেন এবং মনেও রাখবেন। কারো ব্যাপারে তার অবর্তমানে বলার সময় একবার মনে করবেন, সে থাকলেও আপনি কি এই কথাগুলো বলতে পারতেন? যে কথাগুলো বলছেন সেগুলো বলা কি খুব বাঞ্ছনীয়? বা যেভাবে বলছেন সেটাও কি খুব দরকার? নেতিবাচক কোন উক্তি কারো বিষয়ে খারাপ প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে আপনার ওপর মানুষজন আস্থা হারাতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং নীল, শুভ সংখ্যা ৬।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। ঠিকাদারী কাজের বকেয়া বিল আদায় হতে পারে। কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে।বড় ভাই বোনের কারো শরীর স্বাস্থ্য ভালো যাবে না। চাকরিজীবীদের বকেয়া কোনো বেতন আদায় হওয়ার যোগ। বন্ধুর সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। নিজেকে কেন্দ্রস্থলে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একা কিছু মুহূর্ত কাটান। মনে রাখবেন স্বাধীনতাই আপনার ক্ষেত্রে মুল কথা। পুরানো কোন প্রতিশ্রুতি স্বীকার হতে পারেন আজ আপনি। অর্থাৎ কাউকে দেওয়া কোন প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কোন পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টাতে হবে। আপনার একগুঁয়েমি ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য। সৎ এবং কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১১।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। রাজনৈতিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা কর্ম ক্ষেত্রে কোনো ভালো সুযোগ পাবেন। প্রকৌশলীদের ও কন্ট্রাকটারদের দিনটি ঝামেলাপূর্ণ। প্রশাসনিক ব্যক্তিদের জীবনে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। বেসরকারি চাকরিতে কিছু ঝামেলা হতে পারে। পুরনো ফ্যাশনকে ধরে রাখলে যে আধুনিক হওয়া যায়না এমনটা ভাববেন না। নিজের মতো সংজ্ঞা তৈরি করুন ফ্যাশনের। সামাজিক ভাবে বানানো কোন কাঠামোকে অনুসরণ করতে গিয়ে নিজস্বতাকে হারাবেননা। নিজেকে নিয়ে পরীক্ষা করা ছেড়ে দিন। আপনাকে ভালবাসার অনেক মানুষ আছে। তবে সবথেকে বেশি আপনি নিজেই নিজেকে ভালবাসতে পারেন এবং সন্পূর্ন করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। বিদেশ যাত্রার ক্ষেত্রে শনির কারনে বাধা বিপত্তি দেখা দেবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকবেন। বৈদেশীক বাণিজ্যে নানা রকম শুল্ক সংক্রান্ত ঝামেলা বৃদ্ধি পাবে। আপনার চিন্তার বাইরে কোন ঘটনা হতে পারে আজ। কোন বিশেষ বিষয়ে পরিতৃপ্ত করার জন্য নিজেকে সময় দিন। কোন কিছু গ্রহণক্ষমতা কেমন আপনার তা জানার জন্য নিজেকে পরীক্ষা করুন। যদিও আপনাকে অনেকে অনেক কিছু মতামত দেবে। নিজের বাচনভঙ্গি সম্পর্কে সচেতন হন। গুরুজনরা বা আপনার খুব কাছের মানুষরা আপনার কথায় আহত হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৭।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। বাড়ীতে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ হতে পারে। মামলা মোকর্দ্দমা থেকে সতর্ক হতে হবে। দূর্ঘটনা ও রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক সঙ্কটের কারণে কারো কাছে ধার চাইতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও শেয়ার বাণিজ্যে লোকসানের আশঙ্কা প্রবল। আজ আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কোন সুখবর আপনার কড়া নাড়তে পারে। দরজা খুলে দিন। অন্য দরজায় তা চলে যাওয়ার আগে। গতানুগতিকভাবে জীবন নাও চলতে পারে। জীবন কখনোই যুদ্ধের পটভূমি নয়। খুশি থাকুন। কারণ সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে কেউ জানেনা। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং নীল, শুভ সংখ্যা ৪।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কাজে কর্মে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। শনি চন্দ্রর প্রভাবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। দাম্পত্য বিষয়ে কিছু ঝামেলার আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিয়েতে বাধা বিপত্তি দেখা দেবে। অযথা নতুনের প্রতি আকর্ষণ আপনাকে অন্যের সামনে অন্যভাবে দাড় করাবে। তবে সেটা যেন কখনোই আপনাকে কোন কিছুতে বাধা দিতে না পারে বা থামিয়ে দেয়। আপনার স্বাধীন এবং বিদ্রোহী মনোভাবকে ব্যাল্যান্স করে চলার চেষ্টা করুন। হাল ছেড়ে দেবেন না। বিশেষত যখন কোন যুদ্ধের মধ্যবর্তী পর্বে গিয়ে উপস্থিত হয়েছেন। আবার নতুন করে শুরু করতে চেষ্টা করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ আপনার মন মেজাজ খিটখিটে থাকতে পারে। বাড়ীতে কোনো কাজের লোকের সাথে তর্ক বিতর্ক হবার আশঙ্কা। স্ত্রীর কোনো মূল্যবাণ দ্রবল হারিয়ে যেতে পারে। কর্মস্থলে কোনো পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ দেখা দেবে। সহকর্মীদের কারো আচরণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনি আজ দ্ব্যর্থক কোন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। পুরানো কোন কাজের সঙ্গে নতুন কোন কাজের দ্বন্দ্ব তৈরি হতে পারে। কোন রাস্তায় আপনি হাঁটবেন? ভালো করে ভেবে এগোবেন অবশ্যই। এখন যেটা ভাবছেন সেটা সবসময়ের জন্য ঠিক নাও হতে পারে। অনুভূতির সদ্ব্যবহার করুন। সেটাই আপনার জন্য সবথেকে ভালো পথ হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ১৬।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদ্যার্থীরা পরীক্ষা নিয়ে চিন্তিত হতে পারেন। প্রেম ও রোমান্সে আশানুরুপ সাফল্য আসবে না। সন্তানের কোনো বিষয়ে দুঃশ্চিন্তা বৃদ্ধি পাবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বাধাপ্রাপ্ত হবে। সৃজনশীল স্বাধীন পেশার সাথে সম্পৃক্তরা আজ কিছুটা হতাশ হতে পারেন। কোন বিষয়, যেটা সম্পর্কে আপনি ভাবতেও পারেন নি. আজ তেমনই কোন ঘটনা আপনার জীবনকে শঙ্কায় ফেলে দেবে। চোখ খোলা রাখুন। বদ্ধ অবস্থা থেকে আজ আপনার মুক্তি হতে পারে। নিরুৎসাহী হবেননা। প্রত্যেকের জীবনের নিজস্ব কিছু নীতি থাকে। আপনার ও আছে। তবে তা ফলপ্রসূ না হলে, নীতিটা পরিবর্তন করুন। একই নীতি দুই বার প্রয়োগ না করাই ভালো। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৬।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী পারিবেশ ভালো যাবে না। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলার অবশান আশা করা যায়। আজ যানবাহনের মেরামতি বিল বৃদ্ধি পাবে। ভাড়াটিয়ারা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। নিজের ব্যপারে একটু সচেতন হন। অলসতা ঝেড়ে উঠে পড়ুন। অন্যরা আপনাকে যেভাবে দেখছে আপনি তেমন নাও হতে পারেন। তাই ওই নিয়ে ভাববেননা। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে পালটাবেন না। জানবেন আপনি নিজেই সর্বশেষ কথা। আপনার দ্বায় আপনার নিজের ওপর সবথেকে বেশি। উদ্ভট সব ভাবনা আজ আপনাকে আপনার পথ বদলাতে তৎপর করবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বুধবারের 2020-02-19