এমএনএ খেলাধূলা ডেস্ক : কাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। বিকেএসপিতে ম্যাপটি শুরু হবে সকাল পৌনে দশটায় ।
ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে অংশ নেবেন এ প্রস্তুতি ম্যাচে। ইনজুরির কারণে খেলতে পারবেন না তাসকিন।
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ সামনে রেখে অনুশীলন অব্যাহত রেখেছে টাইগাররা। বুধবার সকালে হালকা ওয়ার্ম আপের পর ফিল্ডিং অনুশীলন করেন। এরপর ইনডোরে স্কিল ট্রেনিংয়ে অংশ নেন তামিম, সাকিব, মোস্তাফিজরা।
এদিকে বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমিতে অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ দল।