Don't Miss
Home / হোম স্লাইডার / করোনার চেয়েও ৭গুণ বেশি প্রাণঘাতী ডিজিজ এক্স আসছে
কোভিড-১৯

করোনার চেয়েও ৭গুণ বেশি প্রাণঘাতী ডিজিজ এক্স আসছে

এমএনএ ফিচার ডেস্কঃ কোভিড-১৯ তো একটি ট্রেলার মাত্র। এবার আসছে করোনার চেয়েও ৭গুণ বেশি প্রাণঘাতী ডিজিজ এক্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডিজিজ এক্স কথাটির অর্থ হলো, এমন একটি রোগ, যা অতিমারি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই রোগটির প্যাথোজেন কিভাবে মানুষের ক্ষতি করতে পারে, তা এখনও মানুষের অজানা।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আরও বড়, বিধ্বংসী মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব। ডিজিজ এক্সের ফলে, অন্তত ৫ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে। এই ভাইরাস করোনার চেয়েও শক্তিশালী ৭গুণেরও বেশি প্রমাণিত হতে পারে। WHO এর মতে, ২০১৯ সালে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৭০লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।

এর আগে, ১৯১৮-১৯ সালে ফ্লু মহামারীর সময়ে ৫ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে বিদ্যমান বেশ কিছু ভাইরাসে এই একই রকম মৃত্যু হার থাকতে পারে। সবচেয়ে চিন্তার বিষয়, ভাইরাসগুলোর প্রতিনিয়ত জিনগত পরিবর্তন ঘটছে।

প্রতিটি ভাইরাসই যে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমনটাও নয়। তবে মানুষের জন্যই সত্যিই ভয়ানক, এমন ভাইরাসের সংখ্যাও নেহাত কম নয়।
বিজ্ঞানীরা ২৫টি ভাইরাসজনিত পরিবারকে কড়া পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। এর প্রতিটিতে হাজার হাজার আলাদা-আলাদা ভাইরাস রয়েছে। এর যেকোনও একটির কারণেও মারাত্মক মহামারী হতে পারে।

ইতিমধ্যে ব্রিটেনের ২০০জনেরও বেশি বিজ্ঞানী এই অজ্ঞাত ‘ডিজিজ এক্স’-এর ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা শুরু করেছেন।

x

Check Also

ইজতেমার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের সমাপ্তি

এমএনএ জাতীয় ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ...