Don't Miss
Home / রাজনীতি / গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান

গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এমএনএ রাজনীতি ডেস্কঃ বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে। আয়নাঘরের মতো কোনো নির্যাতনের ঘর যাতে তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে। যারা গুমের সাথে জড়িত তাদের বিচার করা হবে।

বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো সরকারকে টিকিয়ে রাখতে যাতে আয়নাঘর তৈরি করা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সকলের মিলিত চেষ্টায় দোষীদের খুঁজে বের করতে হবে।

একইদিনে অন্য একটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, গুম হওয়া প্রত্যেককে খুঁজে বের করতে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার কোনো অভাব হবে না।

তিনি বলেন, আর যেন কেউ গুম না হয়, সেজন্য আমরা গুমবিরোধী আন্তর্জাতিক চুক্তিতে অনুস্বাক্ষর করেছি। এর অর্থ হচ্ছে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে, বিরুদ্ধমত দমন করতে যেন কোনোভাবে কাউকে গুম হতে না হয়, সেটি নিশ্চিত করা।

x

Check Also

জামায়াত ইসলামী

রাষ্ট্র সংস্কারে ১০ প্রস্তাব দিল জামায়াত ইসলামী

এমএনএ রাজনীতি ডেস্কঃ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদনসহ দেশের সব বিষয়ে রাষ্ট্র ...