Don't Miss
Home / হোম স্লাইডার / চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন

চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। বিশ্বাসের জোর থাকা ভালো। তার মানে এই নয় যে আপনি সুযোগ পেলেই কথার প্যাঁচে অন্যকে কুপোকাত করে ফেলবেন। অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। যাতে করে আপনার কাজও আদায় হয়, সম্পর্কগুলোও ভালো থাকে। যারা বিয়ের কথা ভাবছেন তারা সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। পথে নামলে পথই পথ দেখায়।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের আপনার বিশেষ কোনো দক্ষতা ও সৃজনশীলতার জন্য প্রশংসিত হতে পারেন। আপনার শারীরিক অবস্থা যাই হোক না কেনো মনের জোরে আপনি আপনার শরীরের সীমাবদ্ধতাকে জয় করতে সক্ষম হবেন। স্পষ্টভাষী হওয়ায় অন্যের ভালোবাসা যেমন পাবেন তেমনি দুষ্টু লোকের মনোক্ষুণ্ন হওয়ায় তারাও আপনার সমালোচনা করতে পিছুপা হবে না। যারা বিবাহিত তারা জীবনসঙ্গী/সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। আপনার রয়েছে উপস্থিত বুদ্ধিমত্তা ও প্রখর স্মৃতিশক্তি। কেউ কেউ বয়সজনিতকারণে ভুলে যাওয়ার প্রবণতায় ভুগতে পারেন। এক্ষেত্রে দৈনন্দিন কাজের একটা ছোট নোটবই কিংবা হাতের স্মার্টফোনে নোটপ্যাড ব্যবহার করতে পারেন। পরিবেশ কিংবা পরিস্থিতি যাই হোক না কেনো রাগের মাথায় এমন কিছু করা কিংবা বলা ঠিক হবে না যাতে প্রতিপক্ষ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। কিছু কিছু সময় থাকে যখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। একটু দেরি হলেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বলে অন্ধকারে ঢিল ছুঁড়তে যাবেন না। এতে আপনি বিপদে পড়তে পারেন। সমসাময়িক বিষয়ে ধারণা রাখতে নিয়মিত পত্রিকা পড়ার পাশাপাশি সমবয়সী বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন। কারণ তথ্য হীরের চেয়েও মূল্যবান। যা আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা পাওনা আদায়ে তাগাদা দিন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। মনের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন। আপনার সীমাবদ্ধতা, সততা ও কাজে লেগে থাকার দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আপনার যা আছে তা নিয়েই শুরু করুন। জায়গাজমিতে কেউ কেউ বিনিয়োগের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। কিছু কিছু সময় নিজের ভুলের মাশুল নিজেকেই গুণতে হয়। আপনার করণীয় কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন। পরনির্ভরতা কখনো কখনো নিজের সমস্যার কারণ হতে পারে। নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারও সঙ্গে তর্ক নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। বিপদে বন্ধুর পরিচয়। তাই বলে যারা শুধু আর্থিক প্রয়োজনে বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন তাদের এমন ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। মনের ভেতরকার পুষে রাখা মান অভিমান যাতে ‍রুক্ষভাবে কাউকে আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। কারণ সম্পর্ক ভাঙা সহজ, গড়া কঠিন। প্রিয়জনের বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাঝেমধ্যে একটু আধটু আওয়াজ তুলে নিজের উপস্থিতি জানান দিতে হয়। এতে করে নীরব শ্রম অবমূল্যায়িত হওয়ার আশঙ্কা কমে যায়। যাদের বিয়েশাদি নিয়ে আলোচনা চলছে তারা কোনো সুখবর আশা করতে পারেন। নিজের যোগ্যতাকে কাজে লাগানোর নতুন কোনো সুযোগ আপনার দুয়ারে কড়া নাড়তে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের মধ্যে চাকুরিপ্রার্থীদের কেউ কেউ সুখবর আশা করতে পারেন। সেবামূলক কাজের মাধ্যমে সামাজিক মর্যাদা ও সুনাম বাড়তে পারে। ভাগ্যোন্নয়নের জন্য কিছু দক্ষতা অর্জন করুন যেটা আপনাকে আপনার প্রতিযোগির চেয়ে এগিয়ে রাখবে। অভিজ্ঞ কোনো শিক্ষক কিংবা পরামর্শক আপনার ব্যক্তিগত কিংবা পেশাগত উন্নয়ণে ভূমিকা পালন করতে পারে। যারা চাকুরিপ্রত্যাশী তারা আশাব্যঞ্জক কোনো খবর আশা করতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা ভাগ্যোন্নয়ণে অভিজ্ঞ কারও দিকনির্দেশনা পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আপনি একজন নীতিবান ও সৎ চিন্তাধারার অধিকারী। তবে কিছু কিছু সময় থাকে যখন নিজের স্বার্থছাড়াও অন্যের কল্যাণে স্বার্থহীনভাবে কাজ করতে হয়। যা আপনাকে করে তুলবে আরও সম্মানিত। অন্যের ব্যক্তিগত ও গোপনীয় বিষয়ের আলোচনা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এতে করে নিজের গোপনীয় বিষয় ফাঁস হওয়ার আশঙ্কা থাকে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাময়িকভাবে প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। এমন কিছু করা ঠিক হবে না যাতে বদনাম রটতে পারে। যেসব কাজ একার পক্ষে কঠিন তা সমমনা কারও সঙ্গে করার চেষ্টা করুন। অন্যের কল্যাণে কাজ করলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনি লাভবান হবেন। আপনার দক্ষতা ও যোগ্যতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। যাদের বিয়ের কথা চলছে তারা সুখবর আশা করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের মধ্যে বিবাহিতদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতার প্রয়োজন আছে। পারষ্পরিক সম্মান ও ভালোবাসা সম্পর্ক উন্নয়ণে সহায়ক হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় অংশ নেওয়ার আগে ভালোভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিন। অন্যথায় সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যেতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ...