Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন কোচ পেল বাংলাদেশ
ক্যাবরেরার নাম ঘোষণা

নতুন কোচ পেল বাংলাদেশ

এমএনএ খেলাধুলা ডেস্ক : নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (৮ জানুয়ারি) নতুন কোচ হিসেবে স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।হাভিয়ের নিয়োগ পেয়েছেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। বাফুফের সভায় শনিবার এ কথা জানানো হয়।হাভিয়েরের অধীনে এ মাসেই ইন্দোনেশিয়ায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি ও অন্যটি ২৭ জানুয়ারি।

হ্যাভিয়ের এর আগে বিভিন্ন দেশে অ্যাকাডেমি দল নিয়ে কাজ করেছেন। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার।জেমি ডের পর জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন হাভিয়ের। ডের সঙ্গে বাফুফের চুক্তি ছিল এ বছর পর্যন্ত। কিন্তু একটু আগেভাগেই ডে বিদায় নেন। প্রধান কোচ নিয়োগ না দিলেও ডের পর দুজন কোচের অধীনে ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধি দল।

x

Check Also

কোর্সে ভর্তিতে

২০২২ সালের বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বিএড, বিপিএড, এমএডসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন মাস্টার্স কোর্সে ...

Scroll Up