Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন প্রেমে আচ্ছন্ন জান্নাতুল নাইম এভ্রিল
মিস

নতুন প্রেমে আচ্ছন্ন জান্নাতুল নাইম এভ্রিল

এমএনএ বিনোদন ডেস্কঃ ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। তারপর নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

আলোচিত এই অভিনেত্রী এবার তার নতুন প্রেমিকের কথা জানালেন! ব্যক্তিগত জীবনে সত্যি সত্যি প্রেম করছেন সে কথা জানাননি তিনি। বরং নতুন একটি মোটরসাইকেল কিনেছেন এভ্রিল। আর সেই মোটরসাইকেলের ছবি পোস্ট করে লিখেছেন- নতুন প্রেমিক।

হাইস্পিড বাইকার হিসেবে এভ্রিলের সুখ্যাতি রয়েছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে থেকেই চট্টগ্রামে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের পর জান্নাতুল নাঈম এভ্রিল নাম লেখান নাটক ও মিউজিক ভিডিওতে। করোনা সংকটের শুরু থেকে ঘরবন্দি ছিলেন এভ্রিল। গত জুনের মাঝামাঝি সময় একটি নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী।

x

Check Also

চলতি বছরেই দেশে ৫জি সংযোগ স্থাপনের বিষয়ে আশাবাদ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে টেলিযোগাযোগ ক্ষেত্রে চলছে ৪জি নেটওয়ার্ক। ৫জি কবে আসবে ...

Scroll Up