Don't Miss
Home / হোম স্লাইডার / পুতিন বাধ্যতামূলক করোনা ভ্যাকসিনের বিরোধী
পুতিন

পুতিন বাধ্যতামূলক করোনা ভ্যাকসিনের বিরোধী

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় করোনার প্রকোপ যখন তুঙ্গে ঠিক তখনও ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিরোধিতা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এসময় টেলিভিশনে উপস্থিত পুতিনকে টেলিফোনে এ সংক্রন্ত প্রশ্ন করেছিলেন দেশটির একজন নাগরিক। জবাবে পুতিন বলেন: আমি বাধ্যতামূলক টিকাদানকে সমর্থন করি না।

এর আগে তার দেশে উৎপাদিত ভ্যাকসিন নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন পুতিন৷ তিনি তখন বলেছিলেন: রাশিয়ার ভ্যাকসিন একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য। এটি আমরা বলছি না, এই কথা বলেছেন ইউরোপীয় বিশেষজ্ঞ। আমিও মনে করি তিনি একেবারেই সঠিক।

রুশ কর্তৃপক্ষ সিঙ্গেল ডোজের স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগের অনুমতির দিন পুতিন এই মন্তব্য করেন। এটির নামকরণ করা হয়েছে স্পুটনিক লাইট।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...