Don't Miss
Home / হোম স্লাইডার / বর্ষসেরা মডেল নির্বাচিত হলেন বেলা হাদিদ
বেলা
বেলা

বর্ষসেরা মডেল নির্বাচিত হলেন বেলা হাদিদ

এমএনএ বিনোদন ডেস্কঃ দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডসের আসরে বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন বেলা হাদিদ। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হয়।

লন্ডনের রয়্যাল আলবার্ট হলে বেলাকে বর্ষসেরা মডেল হিসেবে ঘোষণা দেয়া হয়। কাজে ব্যস্ত থাকায় ২৬ বছরের বেলা রয়্যাল আলবার্ট হলে হাজির হতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন স্টাইলিস্ট কার্লোস নাজারিও।

পুরস্কারটি শিশুদের বিশেষ করে ফিলিস্তিনি ও ডাচ শিশুদের উৎসর্গ করেছেন বেলা। আগেই ধারণকৃত ভিডিওতে বেলা বলেছেন, ‘ফিলিস্তিনের শরণার্থী বাবা ও হল্যান্ডের অভিবাসী মায়ের মেয়ে আমি। আমাদের রক্তে নীতির প্রতি অবিচল থেকে কাজ করার মানসিকতা আছে। এটা সেরা হওয়ার জন্য মরিয়া হওয়া নয়, অন্যদের চেয়েও সেরা হওয়ার বিষয় নয়। এটা আমাদের সফল হওয়ার অনুপ্রেরণা দেয় কারণ আমাদের পূর্বপুরষরা কখনই সেই সুযোগ পাননি। এই পুরস্কার ফিলিস্তিনি শিশুদের জন্য, ডাচ শিশুদের জন্য। অভিবাসী, শরণার্থী যে কোনো শিশুদের জন্য’।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...