Don't Miss
Home / হোম স্লাইডার / যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে
যমুনা

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হচ্ছে। গত ৫দিনে ৮৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে যমুনায়। তবে পানি বৃদ্ধি পেলেও বন্যার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

গত ২৪ ঘণ্টায় (গত বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড’র উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন শেখ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ৩১ জুলাই বিকেল থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। যমুনায় দ্রুতগতিতে পানি বাড়ছে তবে পানি বাড়লেও আপাতত বন্যার কোনো পূর্বাভাস আমাদের কাছে নেই। বৃষ্টি কমলে পানিও কমে যাবে।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...