Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ২০২৫ সালের মধ্যে সব ডিভাইসে ‘টাইপ-সি’ চার্জার
টাইপ-সি

২০২৫ সালের মধ্যে সব ডিভাইসে ‘টাইপ-সি’ চার্জার

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বর্তমানে বেশিরভাগ মোবাইলে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়। তাও এমনও অনেক ফোন আছে, যেগুলোতে টাইপ-বি চার্জার রয়েছ। কিন্তু ২০২৫ সালের মার্চের মধ্যে স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোর জন্য স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট হিসাবে টাইপ-সি ব্যবহার করা হবে। এমনকি সব ডিভাইসের জন্যই এই এক ধরনেরই চার্জার থাকবে।

অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস-এর একটি রিপোর্ট অনুসারে, ১০ জনের মধ্যে সাতজন গ্রাহক বিশ্বাস করেন যে, বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন চার্জার প্রয়োজন নেই। সব কিছুর জন্য একটাই চার্জার যথেষ্ট। এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে অনেক কারণ আছে।

প্রতিবেদন অনুসারে, মাত্র ছয় শতাংশ গ্রাহক বলেছেন যে, বর্তমানের এই চার্জারের সিস্টেমটি ঠিক আছে। বিভিন্ন স্মার্টফোন এবং ট্যাবলেট, ল্যাপটপের বিভিন্ন চার্জিং কেবল রয়েছে, তেমন থাকলে কোনো আপত্তি নেই। তবে ই-বর্জ্য কমাতে প্রতি পরিবারে চার্জারের সংখ্যা কমানো প্রয়োজন। কারণ বর্তমানে মানুষের কাছে ডিভাইসের সংখ্যা বেড়েই চলেছে। আর তার জন্য বাড়ছে চার্জারের সংখ্যাও। ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের জুনের মধ্যে এই ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে অনেক স্মার্টফোনের সঙ্গেই চার্জার দেওয়া হয় না। ফলে মানুষকে আলাদা করে চার্জার কিনতে হয়। আর বাজারে কোম্পানির চার্জারগুলোর অনেক দামও হয়। আবার আলাদা-আলাদা ডিভাইসের জন্য আলাদা-আলাদা চার্জার কিনতে হয়। এতে অনেক খরচ বাড়ে। বিক্রেতাদের জন্য তা বেশ ভালো ব্যাপার। এমনকি বাজারেও এর ভাল প্রভাব পড়ে। কিন্তু যখনই একটি চার্জার হয়ে যাবে, তখনই বাজারে খারাপ প্রভাব পড়তে শুরু করবে। তবে দেশে ই-বর্জ্য কমাতে গেলে এই পদক্ষেপ নেয়া প্রয়োজন।

x

Check Also

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ...