Don't Miss
Home / আজকের সংবাদ / ইয়াফেস ওসমানের সহধর্মিনীর ইন্তেকাল। প্রধানমন্ত্রীর শোক।

ইয়াফেস ওসমানের সহধর্মিনীর ইন্তেকাল। প্রধানমন্ত্রীর শোক।

এমএনএ সংবাদ ডেস্ক :  বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বুলাহ আহম্মেদ মারা গেছেন।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

বুলাহ আহম্মেদ প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।

বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রোাগ্রাম অফিসার মো. মুজিবুর রহমান সময় সংবাদকে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুলাহ আহম্মেদ প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।

বুলাহ আহম্মেদের মৃত্যু শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুলাহ আহম্মেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশের রাজনীতিতে গুণগত অবদান রেখে যাওয়া মুক্তিযোদ্ধা এই নারী নেত্রী ১৯৬৯ গণআন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জাতীয় সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন।

বুলাহ আহম্মেদ এর মৃত্যুতে শোক জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশ-এআরবি।

মৃত্যুকালে তিনি এক ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামায বাদ জোহর আজিমপুর মসজিদে অনুষ্ঠিত হবে।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামায়াত-শিবিরের জঙ্গিরা থাবা বসিয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক তাণ্ডবকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে আওয়ামী ...