Don't Miss
Home / আজকের সংবাদ / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখন ঢাকায়

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখন ঢাকায়

এমএনএ খেলাধূলা ডেস্ক :  ওয়ানডে ও টেস্ট দল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার সকাল ১০টা ১০ মিনিটে ক্যারিবীয় ক্রিকেটারদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। পরে তারা চলে যান হোটেল সোনারগাঁওয়ে।খেলোয়াড়, কোচিংস্টাফ, টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সফরকারী দল ৩৮ সদস্যের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এত বড় দল নিয়ে উইন্ডিজ কখনো বাংলাদেশে আসেনি। করোনা পরিস্থিতির কারণে দুই সংস্করণের দল এসেছে একইসঙ্গে।

পাঁচ সপ্তাহের সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ।

তিন দিনের কোয়ারেন্টাইন শেষে উইন্ডিজ ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন। এই সময়ের দুবার হবে তাদের করোনা পরীক্ষা। কোভিড-১৯ টেস্টে যারা নেগেটিভ হবেন, নামতে পারবেন মাঠে।

করোনাভাইরাস শঙ্কায় সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। নতুন চেহারার দলটিতেও আঘাত হেনেছে করোনা।

পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে নিয়ে বাংলাদেশে এসেছে তারা।

এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম-মুশফিকরা। উইন্ডিজ বাংলাদেশে আসার দিনই মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।

x

Check Also

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ায়। একের পর দুর্ঘটনায় বিপর্যস্ত ...

Scroll Up
%d bloggers like this: