Don't Miss
Home / জাতীয় / জিম্মি জাহাজ উদ্ধারে মালিকপক্ষ অভিযানের বদলে আলোচনায় সমাধান চায়
জিম্মি

জিম্মি জাহাজ উদ্ধারে মালিকপক্ষ অভিযানের বদলে আলোচনায় সমাধান চায়

এমএনএ জাতীয় ডেস্কঃ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে জাহাজটির মালিকানাধীন এসআর শিপিংয়ের মূল সংস্থা কেএসআরএম অভিযান না চালিয়ে আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধানের জন্য জোরালো অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সোমালি পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার পুন্টল্যান্ডের জলদস্যু অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী জানায়, এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে তারা প্রস্তুত রয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বাহিনী জানায়, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে পুন্টল্যান্ডের পুলিশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে।

তবে ভারতীয় নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তারা রয়টার্সকে কোনো মন্তব্য করেনি। গত রোববার পুন্টল্যান্ডের পুলিশ জানায়, এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের কাছে মাদক সরবরাহের সময় একটি গাড়ি জব্দ করা হয়েছে।

অপরদিকে এমভি আবদুল্লাহর মালিকানাধীন এসআর শিপিংয়ের মূল সংস্থা কেএসআরএমের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাহাজটিতে অভিযান চালানোর তীব্র বিরোধিতা করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ক্রুদের জীবন বিপন্ন হতে পারে, এমন কোনো সামরিক পদক্ষেপকে আমাদের কোম্পানি সমর্থন করে না।

তিনি দাবি করেন— বাংলাদেশ সরকারও সংশ্লিষ্ট নৌবাহিনীকে জোরপূর্বক অভিযান না চালানোর জন্য জোরালো অনুরোধ জানিয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করতে চাই।’

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামায়াত-শিবিরের জঙ্গিরা থাবা বসিয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক তাণ্ডবকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে আওয়ামী ...