Don't Miss
Home / খেলাধূলা / ক্রিকেট / জয়ের ধারাবাহিকতা রাখতে চান মুশফিক

জয়ের ধারাবাহিকতা রাখতে চান মুশফিক

এমএনএ স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের ফল যা-ই হোক, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের আশঙ্কা নেই বাংলাদেশের। তবে নিরাপদ অবস্থানে থেকে এই টেস্টে ড্র নয়, জয়ের ধারাবাহিকতা রাখতে চান অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ সোমবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কথাই বললেন মুশফিক।

তিনি বলেন, ‘প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। ওরা যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তার চেয়ে ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করব। পাল্টা-আক্রমণ করে খেলার চেষ্টা করব।”

চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কবলে পড়ার শঙ্কা রয়েছে। অধিনায়ক জানান, বৃষ্টির সহায়তা নিয়ে সিরিজ জিততে চান না। মাঠে নিজেদের প্রমাণ করেই ভাসতে চান সিরিজ জয়ের আনন্দে।

সর্বশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কাতে দুটি টেস্ট সিরিজের প্রথম টেস্ট হেরে দ্বিতীয় টেস্ট জিতেছিল বাংলাদেশ।

এই মুহূর্তে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট খেলছেন বলে দলের আত্মবিশ্বাসটা আরও বেশি থাকবে বলে মনে করেন মুশফিক, ‘আমরা শেষ দুই সিরিজে (ইংল্যান্ড ও শ্রীলঙ্কা) প্রথম টেস্ট হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে ভালোভাবে ফিরে এসেছিলাম। মানসিকভাবে আমরা কতটুকু উন্নতি করেছি এটাও কিন্তু তার প্রমাণ দেয়। আমরা অবশ্যই সেরা সাফল্যের চেষ্টা করব। প্রথম টেস্টে তাদেরকে (অস্ট্রেলিয়া) একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি।

প্রথম টেস্ট হেরে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পড়েছেন তীব্র সমালোচনার মুখে। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে রীতিমতো মুণ্ডুপাত করা হয়েছে স্মিথ-ওয়ার্নারদের। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে কিছুটা মানসম্মান নিয়ে দেশে ফেরার সর্বোচ্চ চেষ্টাই করবেন অসি ক্রিকেটাররা। আর সত্যিই হোয়াইটওয়াশের লজ্জায় পড়লে টেস্ট র্যাং কিংয়েও অনেক অবনতি হবে অস্ট্রেলিয়ার। নেমে যেতে হবে ছয় নম্বরে।

অন্যদিকে বাংলাদেশের সামনে থাকবে র্যাং কিংয়ের আট নম্বরে ওঠার হাতছানি। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে পারে আর ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হেরে যায়, তাহলেই বাংলাদেশ চলে আসবে আট নম্বরে।

x

Check Also

টেস্টে বাংলাদেশ ২-০ ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে

এমএনএ খেলাধূলা ডেস্ক : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২-০ ম্যাচে হেরেছে। ২৩১ রানের মামুলি টার্গেট ...