এমএনএ আঞ্চলিক ডেস্কঃ আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।
খেলায় ছেলেদের মধ্যে অংশগ্রহণ করেন নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ২-১ গোলে সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
মেয়েদের মধ্যে ফাইনালে অশগ্রহণ করেন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নাছিরাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়।এতে ট্রাই ব্রে কার এ শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
খেলা পরিচালনায় ছিলেন মীর আলী আহম্মদ মনির, সহকারী শিক্ষক, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাছলিমা বেগম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
– মোঃ মনির হোসেন শাহীন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি