এমএনএ খেলাধূলা ডেস্ক : ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্কার ব্রুসনের দল দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেচেরার গোলে। সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন ভেঙে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে ক্লাবটি।
সাইফ স্পোর্টিংয়ের দুর্ভাগ্য যে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তিনটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। পিছিয়ে পড়ার পর সাইফ আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচে ফিরতে কিন্তু পারেনি, তবে সুযোগও এসেছিল তাদের। কিন্তু নাইজেরিয়ান কেনেথের একাধিক শট বাইরে চলে গেলে ম্যাচে ফেরা হয়নি সাইফের।
ঘরোয়া ফুটবলের এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়। অভিষেক আসরেই দলটি জিতেছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ। গত মৌসুমে জিতেছিল ফেডারেশন কাপ। ট্রফি ধরে রাখার মাধ্যমে আরেকটি মৌসুম শুরু হলো কিংসের।