Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ ১১ মাস পর চালু হলো থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক
রোহিঙ্গা ক্যাম্পে

রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ ১১ মাস পর চালু হলো থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু হয়।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর খবর পেয়েছি। তবে এখনো সরকারিভাবে কোন নির্দেশনা আসেনি।

জানা যায়, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার সকাল থেকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারের নির্দেশনার প্রেক্ষিতে টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।

এতে ক্যাম্পের আশপাশের স্থানীয়রা পড়ে বিপাকে। মারাত্মক নেটওয়ার্ক বিপর্যয়ের ফলে স্থানীয়রা জরুরী বিষয়ে কারও সাথে কথা বলতে পারতো না। ইন্টারনেট সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। হঠাৎ করে নেটওয়ার্ক চালু হওয়ায় স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশের গ্রাম নয়াপাড়া। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, দীর্ঘ দিনের নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে রেহাই পেলাম।

x

Check Also

শাহরুখ খানের

শাহরুখকন্যা দুবাই সৈকতে উষ্ণতা ছড়ালেন

এমএনএ বিনোদন ডেস্কঃ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২০। যেখানে খেলছে শাহরুখ খানের দল কলকাতা ...

Scroll Up
%d bloggers like this: