Don't Miss
Home / হোম স্লাইডার / শোক দিবসের বিশেষ নাটকে তানভীন সুইটি

শোক দিবসের বিশেষ নাটকে তানভীন সুইটি

এমএনএ বিনোদন ডেস্ক : এক সময়ের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে এখন আর আগের মতো নিয়মিত নাটকে পাওয়া যায় না। তবে বিশেষ দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান কিংবা নাটকে দেখা যায় তাকে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্মিতব্য বাংলাদেশ বেতারের একটি নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি।

নাটকের নাম ‘আছো তুমি অন্তরে’ নাটকের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। এটি রচনা করেছেন মোস্তফা মোহাম্মদ আব্দুর রব ও পরিচালনা করেছেন মনোজ সেনগুপ্ত। এরই মধ্যে ১ আগস্ট নাটকটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সুইটি। এ নাটকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তানভীন সুইটি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আগস্ট আমাদের জন্য শোকের। এ মাসে স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তাই মাসটি এলেই মন কাঁদে খুব। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ নাটকটিতে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি বেতারে নাটকটি শুনে শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকের মতো সুইটিও বেশি শঙ্কিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, নিজে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলেই আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকবে দেশ। দেশ, জাতি ও মানুষের নিরাপদের জন্য সবাই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

x

Check Also

আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পুনঃতপশিল তিনবারের বেশি নয়

এমএনএ অর্থনীতি ডেস্ক : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এখন থেকে তিনবারের বেশি কোনো ঋণ পুনঃ ...

Scroll Up