Don't Miss
Home / হোম স্লাইডার / তেল-চিনি-ডালের দাম বাড়াল টিসিবি
পণ্য

তেল-চিনি-ডালের দাম বাড়াল টিসিবি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্যের দাম বাড়াল সংস্থাটি। নতুন দামে বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। আজ বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দামে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৩৫ টাকায়। যা আগে ছিলো ১০০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হবে ৮০ টাকায়। আর চিনির কোজি ৮৫ টাকা, যা আগে ছিলো ৭০ টাকা।

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি খোলা ট্রাকেও পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে ৬৯০ টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে।

বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...