Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র / বরখাস্ত হতে পারেন মার্কিন সপ্তম নৌবহর কমান্ডার

বরখাস্ত হতে পারেন মার্কিন সপ্তম নৌবহর কমান্ডার

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে বরখাস্ত করতে যাচ্ছে প্রশাসন।

গত সোমবার জাপানের মধ্য-পূর্বাঞ্চালের ইয়োসুকা ঘাটি-ভিত্তিক সপ্তম নৌবহরের অংশ যুদ্ধজাহাজ জন ম্যাককেইন দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে সিঙ্গাপুর সমুদ্রবন্দরে ভেড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিশ্বের সবচেয়ে ব্যস্ত প্রণালী মালাক্কা দিয়ে যাচ্ছিল লাইবেরিয়ার একটি তেলবাহী ট্যাংকার। দুর্ঘটনাবশত দুটি নৌযানই সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন মার্কিন নাবিক নিখোঁজ হন। পরে নিখোঁজ নাবিকদের মৃত দেহ উদ্ধার করা হয়।

এমন একটি দুর্ঘটনার পর প্রশাসনের বরাতে বরখাস্তের এই সিদ্ধান্তের বিষয়ে জানায় মার্কিন সংবাদমাধ্যমগুলো।

সাড়ে তিন মাসেরও কম সময়ের মধ্যে মার্কিন নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজের দুর্ঘটনার কবলে পড়ার তৃতীয় নজির এটি। এর আগে, গত ১৭ জুন আরেক ক্ষেপণাস্ত্র ইউএসএস ফিৎজেরাল্ড ইয়োসুকো উপকূলে একটি পন্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ৭ মার্কিন নাবিক নিহত হন।

তারও আগে, গত ৯ মে কোরীয় উপদ্বীপ উপকূলে একটি ছোট মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষ হয় গাইডেড-মিসাইল ক্রুজার ইউএসএস লেক চ্যামপ্লেইনের। সেখানেও আহত হওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পদ হারাতে পারেন বলে সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

x

Check Also

করোনাভাইরাস কেড়ে নিল ‘ল্যারি কিং লাইভ’ খ্যাত সাংবাদিক ল্যারি কিংয়ের জীবন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব, ‘ল্যারি কিং লাইভ’ খ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং ...

Scroll Up