Don't Miss
Home / জাতীয় / বিবিধ / করোনার মাঝেই মধ্যরাতে ঢাকা ছাড়লেন আরো ৩০১ মার্কিনি

করোনার মাঝেই মধ্যরাতে ঢাকা ছাড়লেন আরো ৩০১ মার্কিনি

এমএনএ রিপোর্ট : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই মধ্যরাতে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যায়। বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে ।

গণমাধ্যমকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

তিনি বলেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে বিশেষ বিমানটিশাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

করোনা ভাইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এরমধ্যে গত ৩০ মার্চ প্রথম দফায় ২৬৯ জন, ৫ এপ্রিল দ্বিতীয় দফায় ৩২২ জন এবং ১৩ এপ্রিল ৩২৮ জন  নাগরিক দেশে ফিরেছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ২৮০৩জন। ৮ লাখ ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...