এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চলতি বছরে এই প্রথম তিন লাখ টপকে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। খবর আনন্দবাজারের।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দুই লাখ ৮২ হাজার ৯৭০ জনে। এমনই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান।
পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার (১৯ জানুয়ারি) দৈনিক সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ। বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের।
ভারতে ৯ হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। করোনার চলতি স্ফীতিতে ভারতে এই প্রথম দৈনিক সংক্রমণ পেরোল তিন লাখের গণ্ডি।
সংকটাপন্ন এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৮০৮ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৮৩ জন। যা করোনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৪ জানুয়ারি ৩৩ লাখ ৭২ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ৮ হাজার ৩৭ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৫৩৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৩ হাজার ৫২ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ২৮ লাখ ৭ হাজার ৮২৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৬৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৪৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৫১ জনের।