Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / প্রযুক্তি তথ্য / ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বড় দর পতন

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বড় দর পতন

এমএনএ অর্থনীতি রিপোর্ট :  ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্য এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এক তৃতীয়াংশ কমেছে।
গত সপ্তাহের শুরুতে এ মুদ্রাটির দাম ২০ হাজার ডলারের কাছাকাছি থাকলেও গত শুক্রবার তা কমে ১১ হাজার ডলারেরও নিচে নেমে যায়।
এ বছরের শুরুর দিকে বিট কয়েনের দাম ছিল ১ হাজার ডলারের মতো। তারপর এর দাম হু হু করে বাড়তে থাকে। বিশেষ করে গত নভেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত এর দাম বাড়ে অস্বাভাবিক গতিতে। যদিও মুদ্রাটির উৎস সম্পর্কে খুব কমই বোঝা যায় এবং ব্যবহারও খুবই সীমিত।
বিশ্লেষকরা সম্প্রতি এ মুদ্রায় বিনিয়োগের ব্যাপারে লোকজনকে সতর্ক করে দিচ্ছিলেন। এর মধ্যেই গত কয়েক দিন ধরে এর দাম পড়তে শুরু করেছে এবং এখনও সে ধারা অব্যাহত রয়েছে।
ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ওয়েবসাইট ক্রিপ্টোকমপেয়ারের প্রতিষ্ঠাতা চার্লস হাটার বলেছেন, ‘এরকম নজিরবিহীন উত্থানের পর এখন দাম কিছুটা কমবে; কারণ আবেগের পরিবর্তন ঘটেছে।’

তিনি বলেন, চড়া দামের কারণে অনেকেই বিটকয়েন বিক্রি করে অর্থ তুলে নিচ্ছেন। ফলে এখন তার দাম পড়ছে।
এমন পরিস্থিতিতে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো বিটকয়েনে বিনিয়োগের ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছে।
এদিকে ডেনমার্কের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনকে এক ভয়াবহ জুয়া বলে সবাইকে সতর্ক করে দিয়েছে।
গত সপ্তাহে ব্রিটেনের অর্থনৈতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান এন্ড্রু বেইলিও বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন ‘সব অর্থ হারানোর জন্যে’ প্রস্তুত থাকতে’।
তিনি বলেন, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার এ মুদ্রাকে অনুমোদন দেয়নি। তাই এর পেছনে বিনিয়োগ মোটেই নিরাপদ নয়। সূত্র : বিবিসি
x

Check Also

আট ডিজিটে পরিনত হচ্ছে ঢাকার ৫২২২টি টেলিফোন নম্বর

এমএনএ সাইটেক ডেস্ক : কারিগরি কারণে ঢাকা মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের পাঁচ হাজার ২২২টি টেলিফোন নম্বর ...

Scroll Up