Don't Miss
Home / ফিচার / জনসংখ্যা / দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর

দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর

এমএনএ রিপোর্ট : এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭ মাস ৬ দিন বেড়ে ৭২ বছর হয়েছে। যা ২০১৬ সালে ছিলো ৭১.৬ বছর। পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩.৫ বছর অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০.৬ বছর।
আজ বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক অামির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক এ কে এম অাশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক বিষয় অর্জন করছি। যে কারণে দেশের মানুষের গড় অায়ু বেড়েছে।
স্বাক্ষরতার হার বেড়ে ৭২.৩ শতাংশ
এক বছরের ব্যবধানে দেশে স্বাক্ষরতার হার বেড়ে হয়েছে ৭২ দশমিক ৩ শতাংশ, ২০১৬ সালে ছিলো ৭১ শতাংশ। স্বাক্ষরতার হারে পুরুষ এগিয়ে ৭৪ দশিক ৩ শতাংশ, নারীর স্বাক্ষরতার হার ৭০ দশমিক ২ শতাংশ।
বিদ্যুৎ ব্যবহার করেন ৮৫ দশমিক ৩ শতাংশ
দেশের ৮৫ দশমিক ৩ শতাংশ মানুষের ঘর বিদ্যুতে আলোকিত হয়েছে। যেখানে ২০১৬ সালে ৮১ দশমিক ২ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতেন। এখনও ৮ দশমিক ৮ শতাংশ মানুষের ঘরে আলোর উৎস কেরোসিন, ২০১৬ সালে এই হার ছিলো ১৩ শতাংশ। অন্যদিকে সোলারে ৫ দশমিক ৮ শতাংশ মানুষ আলো পেয়ে থাকে।
৯৮ শতাংশ মানুষের ট্যাপ এবং নলকূপ ব্যবহার
খাবার পানির উৎস হিসেবে ৯৮ শতাংশ মানুষ ট্যাপ ও নলকূপ ব্যবহার করেন। গত বছর এই হার একই ছিলো। এক বছরে স্যানিটারি সুবিধা বেড়ে ৭৬ দশমিক ৮ শতাংশ হয়েছে, ২০১৬ সালে এই হার ছিলো ৭৫ শতাংশ। এখনও উন্মুক্ত স্থানে ২ দশমিক ৬ শতাংশ মানুষ মলত্যাগ করেন।
পল্লি অঞ্চলে তালাক বাড়ছে
পল্লি অঞ্চলে তালাকের হার বাড়ছে। যেখানে প্রতি হাজারে দেশে গড় তালাকের হার ১৪ দশমিক ৬ শতাংশ, সেখানে পল্লি অঞ্চলে এই হার ১৮ দশমিক ১ শতাংশ। শহরে তালাকের হার ১০ দশমিক ২ শতাংশ।
মৃত্যুহার স্থিতিশীল
বছরে প্রতি হাজারে ৫ দশমিক ১ শতাংশ মানুষ মৃত্যুবরণ করছে। গত বছর এই হার একই ছিলো। শিশু মৃত্যুর হার কমেছে। বর্তমানে বছরে প্রতি হাজারে ২৪টি শিশু মারা যাচ্ছে, গত বছর এই সংখ্যা ছিলো ২৮।
জন্মহার কমেছে
বর্তমানে দেশে জন্মহার কমেছে। প্রতি হাজারে ১৮ দশমিক ৫ জন শিশু জন্ম নিচ্ছে। ২০১৬ সালে এই হাজর ছিলো ১৮ দশমিক ৭ শতাংশ। গ্রামাঞ্চলে জন্মহার ২০ দশমিক ৪ শতাংশ, শহরে ১৬ দশমিক ১ শতাংশ।
x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...